ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পুনরায় হাসিনা বেগম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০২:৪০ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০১৯, ০২:৪০ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে পুনরায় হাসিনা বেগম দেয়া হয়েছে। বৃহস্পতিবার ভিকারুননিসার গভর্নিং বডি বৈঠক করে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বহাল রাখেন। একইসঙ্গে শিক্ষার স্বার্থে স্থায়ী অধ্যক্ষ নিয়োগে সহায়তা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়, অধিদফতর ও বোর্ডকে চিঠি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গভর্নিং বডি সভাপতি গোলাম আশরাফ তালুকদার বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, স্থায়ীভাবে অধ্যক্ষ নিয়োগের জন্য গত ৯ ডিসেম্বর জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গত ১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হয়। নিয়োগপ্রত্যাশী ১৬ প্রার্থীর আবেদন জমা পড়েছিল। এরমধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন ও বাইরে থেকে ১০ জন প্রার্থী আবেদন করেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ২ জানুয়ারি লিখিতভাবে নিয়োগের বিরোধিতা করেন অভিভাবক আব্দুস সামাদ সুজন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট বেসরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের সব কার্যক্রম আপাতত স্থগিত করে আদেশ জারি করা হয়। এই আদেশ জারির পরও নিয়োগের চেষ্টা চালানোর অভিযোগে অভিভাবক আব্দুস সামাদ সুজন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অভিযোগ করেন।
এই অভিযোগের পর শিক্ষা মন্ত্রণালয় গত ৬ জানুয়ারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ অবৈধ ঘোষণা করে আদেশ জারি করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্থায়ী অধ্যক্ষ নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। এই নির্দেদের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে করে পদ থেকে সরিয়ে দেওয়া হাসিনা বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বহাল করে ভিকারুননিসা কর্তৃপক্ষ।