শিশুস্বাস্থ্য সচেতনতা নিয়ে হার্ভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে সেমিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ PM
হার্ভেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে এক ঘণ্টাব্যাপী একটি মননশীল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর (সোমবার) ‘ইসলাম ও আধুনিক বিজ্ঞানের আলোকে শিশুস্বাস্থ্য সচেতনতা’ শিরোনামে সেমিনারটি পরিচালিত হয়। সেশনটি পরিচালনা করেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তানজিলা ইসলাম।
সেমিনারের উদ্দেশ্য ছিল শিশুদের শারীরিক, মানসিক ও আবেগগত সুস্থতার প্রতি সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি ইসলামী শিক্ষা, জীবনধারা ও আধুনিক বৈজ্ঞানিক নীতির সমন্বয়ে একটি সুষ্ঠু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা।
এসময় ডা. তানজিলা ইসলামী শিক্ষার আলোকে স্বাস্থ্যকর জীবনধারার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং আত্মিক প্রশান্তি অর্জনে ইসলামী আধ্যাত্মিক অনুশীলনের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
এসময় তিনি স্বাস্থ্য বিষয়ে ইসলামের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। দিকনির্দেশনাগুলো হল-
১. বৈজ্ঞানিক দৃষ্টিকোণে শিশুর উন্নয়ন: এ সেশনে শিশুস্বাস্থ্য বিষয়ে আধুনিক বৈজ্ঞানিক গবেষণার আলোকে গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়। এতে সুষম পুষ্টি, শারীরিক কার্যকলাপ এবং আবেগগত সুস্থতার ভূমিকা সম্পর্কে আলোচনা করা হয়, যা শিশুর সুস্থ ও যথাযথ বিকাশে সহায়ক।
২. অভিভাবক ও শিক্ষকদের জন্যে পরামর্শ: অভিভাবক এবং শিক্ষকদের জন্য দৈনন্দিন জীবনে এসকল শিক্ষা ও বৈজ্ঞানিক নিয়মগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে ছিল এমন কিছু কৌশল, যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একটি সার্বিক সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।
আমাদের এই আয়োজন স্কুল কমিউনিটির মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে। অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা সেশনে অংশগ্রহণ করেন এবং ইসলামী শিক্ষা ও আধুনিক বিজ্ঞানকে সংমিশ্রণে শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী ও সুখী করে তোলার কার্যকরী উপায় সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেন।
এই আয়োজনের মাধ্যমে হার্ভেস্ট ইন্টারন্যাশনাল স্কুল শিশুস্বাস্থ্য উন্নয়নে এক নতুন পথের দিশা উন্মোচন করলো। বিস্তারিতে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করুন https://harvestinternational.school