সরকারি স্কুল যেন ‘সোনার হরিণ’, সারাদেশে আসনপ্রতি পড়েছে ৬ আবেদন

০২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
স্কুল শিক্ষার্থী

স্কুল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। সরকারি স্কুলে সন্তানকে ভর্তি করাতে মুখিয়ে আছেন অভিভাবকরা। কিন্তু সরকারি স্কুল এখন ‘সোনার হরিণ’।

সারা দেশের সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি খালি আসন আছে। এর বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি। এতে আসনপ্রতি প্রায় ৬টি আবেদনটি পড়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। 

মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আঠারো দিনে (শনিবার বিকাল ৫টা পর্যন্ত) আবেদন করেছে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

আরও পড়ুন: শক্ত মাটির শ্রমিক-সন্তানদের পোক্ত করার স্কুল 'বর্ণমালা বিদ্যালয়'

মোট আসনের মধ্যে ৩ হাজার ১৯৮টি বেসরকারি বিদ্যালয়ে ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। এ ছাড়া সরকারি ৬৮০টি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি। 

এবারও ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া; চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম ধাপের অপেক্ষমাণ তালিকা থেকে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা থেকে ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬