মঙ্গলবার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ?

  © ফাইল ছবি

রমজান মাসে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নাকি খোলা থাকবে তা এখন হাইকোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে হাইকোর্টের আপিল শুনানির জন্য মঙ্গলবার (১২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত।

এদিকে, সোমবার (১২ মার্চ) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার ১ম রোজার দিন এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে? এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এ বিষয়টি এখন আদালতের আদেশে চলবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু মঙ্গলবার এ বিষয়ে আদালত রায় দেবেন, আশা করছি এদিনই এটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। মঙ্গলবার রোজা শুরুর দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আদালতের আদেশ মানতে হবে।

আদালতের আদেশ যেহেতু এখন পর্যন্ত বন্ধ রাখার পক্ষে, সুতরাং মঙ্গলবার রোজা শুরু হলে প্রথমদিন স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, হাইকোর্ট স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। চেম্বার আদালত এই আদেশ স্থগিত করেননি। অর্থাৎ, হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তা এখনও বহাল। মঙ্গলবার শুনানির পর ভিন্ন সিদ্ধান্ত হলে তা নির্বাহী বিভাগ বাস্তবায়ন করবে।


সর্বশেষ সংবাদ