শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ PM
ফেনী জেলার ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক তারেক হোসেনকে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার গণমাধ্যমকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে ৯ জন শিক্ষার্থী অভিযোগ দিয়েছে।
অভিযোগের বিষয়ে শিক্ষক তারেক হোসেন জানান, তিনি তার ভুল স্বীকার করেছেন। এর পরও প্রধান শিক্ষক তাকে বিদ্যালয়ে যেতে নিষেধ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার জানান, অভিযোগ পেয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে জানানো হলে তিনি অভিযুক্ত শিক্ষক তারেক হোসেনকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিতে বলেন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন জানান, মৌখিক অভিযোগটি শুনে এ বিষয়ে তিনি প্রধান শিক্ষকের কাছে জানতে চান। প্রধান শিক্ষক তাকে জানিয়েছেন এ রকম কোনো ঘটনা ঘটেনি।