এসএসসি ও সমমানের পরীক্ষার ষষ্ঠ দিনে অনুপস্থিত প্রায় ২৯ হাজার, ৩২ বহিষ্কার 

এসএসসি ও সমমান পরীক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষা  © ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী। আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এদিন এসএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, দাখিলে হাদিস শরিফ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন পরীক্ষায় ১৭ লাখ ১৮ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৬ লাখ ৯০ হাজার ২৯ জন। বাকি ২৮ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। এদিনের পরীক্ষার ৩ হাজার ৭১৫টি কেন্দ্রের মধ্যে বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ৩ হাজার ৭০৬টি কেন্দ্রের তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অনুপস্থিত ১৪ হাজার ৭৭৮ 
নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ২৮ হাজার ৯২৯ জন অনুপস্থিত ছিলেন। এ পরীক্ষায় ২ জন বহিষ্কৃত হয়েছেন। 

বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ২ হাজার ২৮২টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ১৩ লাখ ৩০  হাজার ১২৯ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ১৩ লাখ ১৫ হাজার ৩৫১ জন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৭৭৮ জন।

ঢাকা বোর্ডের ৪৩৮টি কেন্দ্রে ৩ হাজার ৭৪২ জন, রাজশাহী বোর্ডের ২৬৯টি কেন্দ্রে ১ হাজার ৮৪০ জন, কুমিল্লা বোর্ডের ২৭৩টি কেন্দ্রে ১ হাজার ৭০০ জন, যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ১ হাজার ৯৯৯ জন, চট্টগ্রাম বোর্ডের ২১৯ টি কেন্দ্রে ১ হাজার ২০৮ জন, সিলেট বোর্ডের ১৫৪টি কেন্দ্রে ৯৯৭ জন, বরিশাল বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ৯৩২ জন, দিনাজপুর বোর্ডের ২৮০টি কেন্দ্রে ১ হাজার ৩৮২ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫৬টি কেন্দ্রে ৯৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

এদিন ঢাকা বোর্ডের ১ জন ও দিনাজপুর বোর্ডের ১ জনসহ মোট ২জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

হাদিস শরিফ বহিষ্কার ২৯
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের হাদিস শরিফ পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৬১ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর এদিন পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৫০ হাজার ৩৪২ জন। ১১ হাজার ৪১৭ জন অনুপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন খাইরুল

চলতি বছর নিয়মিত-অনিয়মিতসহ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসার কথা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।

আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৭৩৪
এসএসসি ও দাখিল ভোকেশনালের আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ২ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে ১ লাখ ২৭ হাজার ৭০ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ১ লাখ ২৪ হাজার ৩৩৬ জন। ২ হাজার ৭৩৪ জন অনুপস্থিত ছিলেন।

এবার এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে শেষ হবে। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।


সর্বশেষ সংবাদ