সাইকেল চালাতে বের হয়ে নিখোঁজ, ডোবায় মিলল স্কুলছাত্রের মরদেহ 

ডোবা থেকে শিশু জাবের রাবিনের মরদেহ উদ্ধার
ডোবা থেকে শিশু জাবের রাবিনের মরদেহ উদ্ধার  © টিডিসি সম্পাদিত

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় নিখোঁজের পরদিন জাবের রাবিন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ইউনিয়নের নগরকান্দি গ্রামের এছাক হাজী বাড়ি সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রাবিন নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে। সে চট্টগ্রাম বিএফ শাহীন কলেজের স্কুল শাখায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রাবিন পরিবারের সঙ্গে বাড়িতে এসেছিল। বুধবার ((১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাইকেল চালিয়ে বাড়ি থেকে বের হন রাবিন। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় রাবিনের মরদেহ ও একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেখান থেকে রাবিনের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

নিহতের বাবা মো. ওমর বলেন, আমার দুই যমজ ছেলের মধ্যে রাবিন বড় ছিল। সে সাঁতার জানতো ও এলাকায় পরিচিত ছিল। বুধবার দুপুরে সুস্থভাবে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরে বিকেলে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। আমাদের ব্যবসা ও জায়গাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে কেউ আমার ছেলেকে হত্যা করতে পারে। আমি এ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই।

এ বিষয়ে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, সাইকেল চালাতে গিয়ে অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!