‘যোগ্যতা’ না থাকা প্রাথমিকের শিক্ষকদের ডিগ্রি ও প্রশিক্ষণ নেওয়ার সময় বাড়লো

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© সংগৃহীত

জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘যোগ্যতা’ না থাকা শিক্ষকদের ডিগ্রি ও প্রশিক্ষণের সময় বাড়ানো হয়েছে। সার্টিফিকেট অব এডুকেশন বা সমমান পরীক্ষার সনদ অর্জনের সময় ২০২৫ সাল পর্যন্ত বাড়িয়ে বিধিমালার সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক (চাকরি শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩’ এর বিধি ২-এর দফা (চ) সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। সেই সময়ে যখন সরকারিকরণের প্রক্রিয়া করা হয়, তখন যে বিধিমালা আমরা অনুসরণ করেছিলাম দেখা গেছে, সেই অনুসারে অনেকেরই কাঙ্ক্ষিত যোগ্যতা ছিল না। তখন ২০১৭ সাল পর্যন্ত একটা শর্ত দেওয়া হয়েছিল যে, যাদের কয়েকটি ডিগ্রি ও প্রশিক্ষণ নেই, যারা এটি নিতে পারবে, তাদের আত্মীকরণ করা হবে। ‘তখন দেখা গেছে, বিভিন্ন কারণে অনেকেই এটা করতে পারেননি। এরই মধ্যে করোনা মহামারি চলে গেলো। তাই আরেকটু সময় বাড়াতে আজকের এটি তোলা হয়েছে।

মাহবুব হোসেন বলেন, এখন ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের সুযোগ দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা অর্জন (ডিগ্রি ও প্রশিক্ষণ) করতে পারবেন। সার্টিফিকেট অব এডুকেশন বা সমমান পরীক্ষার সনদ অর্জনের সুযোগ তাদের দেওয়া হয়েছে।

ফ্যাসিবাদী মিডিয়া বিপ্লবীদের ভিলেন বানাচ্ছে: জাকসু জিএস
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
  • ০৪ জানুয়ারি ২০২৬
যবিপ্রবির বাস চালককে মারধর, থানায় মামলা
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে বড় ভাই খুন
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচা…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভারত ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!