তরুণ গবেষকদের জন্য জার্মানির গ্রীন ট্যালেন্টস অ্যাওয়ার্ড

গ্রীন ট্যালেন্টস অ্যাওয়ার্ড
গ্রীন ট্যালেন্টস অ্যাওয়ার্ড  © সংগৃহীত

তরুণ গবেষকদের জন্য গ্রীন ট্যালেন্টস অ্যাওয়ার্ড-২০২২ এর আয়োজন করেছে জার্মান ফেডারেল মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএমবিএফ)। বাংলাদেশসহ যে কোনো দেশের গবেষকরা এ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে।

পড়ুন বিনা খরচে স্নাতকোত্তর পড়ুন হাজারো দ্বীপের দেশ অস্ট্রেলিয়ায়

এ অ্যাওয়ার্ডের মাধ্যমে তরুণদের নেতৃস্থানীয় জার্মান প্রতিষ্ঠানগুলির একটি ব্যতিক্রমী বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ হওয়ার অনন্য সুযোগ দেয়। এছাড়াও অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নিয়ে আগামী অক্টোবরে কয়েকদিনের একটি ভার্চুয়াল সায়েন্স ফোরামের আমন্ত্রণ জানানো হবে। গবেষকরা পছন্দের একটি ইনস্টিটিউটে গবেষণায় থাকার জন্য তিন মাস পর্যন্ত জার্মানিতে থাকার সুযোগ পাবেন। যার অর্থায়ন করবে বিএমবিএফ।

প্রতি বছর মর্যাদাপূর্ণ গ্রীন ট্যালেন্টস অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে জার্মান ফেডারেল মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএমবিএফ)। এ বিভাগের মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় তাদের সম্প্রদায়, দেশ এবং সমাজকে আরও টেকসই করতে বিভিন্ন দেশ এবং বৈজ্ঞানিক শাখার তরুণ গবেষকদের সম্মানিত করতে এই পুরস্কারটি প্রদান করা হয়। এছাড়া জার্মান বিশেষজ্ঞদের একটি জুরি দ্বারা বিজয়ীদের নির্বাচিত করা হয় এবং দেশের গবেষণায় অনন্য অ্যাক্সেস দেওয়া হয়।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে কানাডায় পোস্টডক করার সুযোগ

সুযোগ-সুবিধাসমূহ:

* নেতৃস্থানীয় জার্মান প্রতিষ্ঠানগুলির একটি ব্যতিক্রমী বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ হওয়ার অনন্য সুযোগ।
* অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নিয়ে আগামী অক্টোবরে কয়েকদিনের একটি ভার্চুয়াল সায়েন্স ফোরামের আমন্ত্রণ জানানো হবে। 
* পছন্দের জার্মান বিশেষজ্ঞদের সাথে ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট।
* কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।
* পছন্দের একটি ইনস্টিটিউটে গবেষণায় থাকার জন্য তিন মাস পর্যন্ত জার্মানিতে থাকার সুযোগ সম্পূর্ণ বিনা খরচে। 

আবেদনের যোগ্যতা:

* বিগত ৩ বছরের মধ্যে স্নাতকোত্তর বা পিএইচডি করেছেন এমন শিক্ষার্থী।
* সর্বোচ্চ ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
* ইংরেজি দক্ষতা।
* জার্মানির নাগরিক বা জার্মানির বাসিন্দা নন৷

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন
    


সর্বশেষ সংবাদ