স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সংযুক্ত আরব আমিরাতে, আবেদন আগামীকালের মধ্যেই

সংযুক্ত আরব-আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই
সংযুক্ত আরব-আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই   © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল ২০২৫।

খলিফা বিশ্ববিদ্যালয় (Khalifa University) সংযুক্ত আরব আমিরাতের (UAE) আবুধাবিতে অবস্থিত একটি স্বনামধন্য গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। এটি বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত। দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন।

‘খলিফা বিশ্ববিদ্যাল‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে নিজেদের পছন্দের যে কোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধাও রয়েছে এই স্কলারশিপে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ;

*মাসিক উপবৃত্তি;

*স্বাস্থ্য ভাতা;

*গবেষণা ভাতা;

*আবাসন সুবিধা;

*ভ্রমণ ভাতা;

*খাবার ভাতা;

*ভিসা আবেদনের ফি; 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট-এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে; 

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় নথিপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ); 

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার দুইটি;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ; 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে।  আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ এপ্রিল ২০২৫।


সর্বশেষ সংবাদ