আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ দিচ্ছে নাসা, আবেদন করুন দ্রুতই

নাসায় স্টেম ইন্টর্নশিপ করতে চাইলে আবেদন করুন এখনই
নাসায় স্টেম ইন্টর্নশিপ করতে চাইলে আবেদন করুন এখনই   © সংগৃহীত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই ইন্টার্নশিপের নাম স্টেম (STEM-Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ। প্রতিষ্ঠানটি বছরে ৩ (স্প্রিং, সামার এবং ফল) সেশনে দুই হাজারেরও বেশি প্রার্থীকে দিয়ে থাকে এই ইন্টার্নশিপ। ।

নাসার এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু-সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে আরও ভালোভাবে কাজ করতে প্রস্তুত করে। এ ছাড়া ইন্টার্নশিপের মাধ্যমে ইন্টার্নরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পরিসরে কাজের অভিজ্ঞতা অর্জন করে।

চলমান এই ইন্টার্নশিপ প্রোগ্রামে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে কাজের সুযোগ প্রদানের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। ইন্টার্নশিপ পূর্ণকালীন বা খণ্ডকালীন উভয়টিই হতে পারে এবং এটি নাসার কোনো কেন্দ্র বা প্রতিষ্ঠানে হতে পারে।

চলতি বছরে নাসায় ইন্টার্নশিপ করতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সামার সেশনে এবং ১৬ মে ২০২৫ তারিখের মধ্যে ফল সেশনে আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ