স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

থিংক বিগ স্কলারশিপে স্নাতকে আবেদন চলছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে
থিংক বিগ স্কলারশিপে স্নাতকে আবেদন চলছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে   © প্রতীকী ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় গন্তব্য হল যুক্তরাজ্য। প্রতিবছর বিশ্বের ১৯৫টি দেশ থেকে প্রায় এক লক্ষ শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পৌঁছান। দেশটি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল স্কলারশিপের মাধ্যমে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ ফেব্রুয়ারি ২০২৫।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ‘থিংক বিগ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ৬৫০০ থেকে ১৩ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান করা হবে। 

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্যবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক করতে পারবেন। শুধু মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

সুযোগ-সুবিধা—

*স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লক্ষ ৫৬ হাজার ৭২৩ টাকা) প্রদান করবে;

*জীবনযাত্রার খরচ (৩ হাজার পাউন্ড) প্রদান করবে; 

*আবেদন ফি লাগবে না;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয়

আবেদনের যোগ্যতা—

 

*যুক্তরাজ্যের বাইরের নাগরিক হতে হবে;

*মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন;

*স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক পাস হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে; 

*ইংরেজিতে দক্ষ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতেে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ