বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন সেরা ৫ স্কলারশিপ সম্পর্কে

বিদেশে উচ্চশিক্ষা
বিদেশে উচ্চশিক্ষা  © সংগৃহীত

মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের বাহিরের দেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য প্রায় সকল রাষ্ট্র ও রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরণের ফুল ফ্রি  স্কলারশিপ প্রদান করে থাকে। এই ফুল ফ্রি স্কলারশিপগুলোর আওতায় বিমানের  আসা-যাওয়ার টিকিট, আবাসন ব্যবস্থা, খাবার, মাসিক ভাতা, ভিসা ফি, টিউশন ফি এবং স্বাস্থ্য সুবিধা পাওয়া যায়।

আজ আমরা এই স্কলারশিপগুলোর মধ্যে বিদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ব সেরা ৫টি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানবোঃ

(১) ডাড(DAAD) স্কলারশিপঃ
জার্মানিতে উচ্চশিক্ষার জন্যে সবচেয়ে বড় স্কলারশিপ হলো ডাড(DAAD) স্কলারশিপ। German Academic Exchange Service (DAAD) কর্তৃক অর্থায়নকৃত এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১৫০,০০০ ছাত্রছাত্রীদের অর্থায়ন করে থাকে। যারা আবেদন করতে পারবেন: • ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি, পোস্ট ডক্টোরাল ছাত্রছাত্রীরা।• একাডেমিক পারফরম্যান্স ও মোটিভেশন এর উপর ভিত্তি করে এই স্কলারশিপ দেওয়া হয়।• মাস্টার্স স্টুডেন্ট দের জন্য প্রতিমাসে ৮৬১ ইউরো সাথে বাসাভাড়া দেওয়া হয়।• জার্মানির যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

(২) ফুলব্রাইট স্কলারশিপ: 
যুক্তরাষ্ট্রের নামকরা একটি স্কলারশিপ হচ্ছে ফুলব্রাইট স্কলারশিপ। স্কালারশিপটি যাত্রা শুরু করে ১৯৪৬ সালের ১ আগস্ট। এ প্রোগ্রাম কোর্স সময়কালীন টিউশন, বিমান যাতায়াত ভাড়া, বসবাসের জন্য মাসিক ভাতাসহ স্বাস্থ্য বীমা বহন করে।
‘ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রাম’ এর আওতায় বিশ্বের ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের প্রথম সারির ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় সত্তরটিই যুক্তরাষ্ট্রে অবস্থিত। কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা অথবা বিজ্ঞান সব ক্ষেত্রেই এখানকার বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সুখ্যাতি ধরে রেখেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন

(৩) শেভেনিং স্কলারশিপ: 
যুক্তরাজ্যে পড়ার ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কলারশিপ হলো ব্রিটিশ চেভেনিং বা শেভেনিং স্কলারশিপ। এই স্কলারশিপের অফিসিয়াল নাম শেভেনিং মাস্টার্স স্কলারশিপ, যা যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রী প্রত্যাশীদের দেওয়া হয়ে থাকে। ১৯৮৩ সাল থেকে ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে যাত্রা শুরু করে শেভেনিং স্কলারশিপ প্রোগ্রাম। প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীদের দেওয়া হয় এই বৃত্তি। এ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা মাসিক ভাতা, বিমান ভাড়া ও নানা ধরনের সুযোগ সুবিধাসহ সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পেয়ে থাকে।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

ফুল ফ্রি টিউশন ফি নিয়ে স্নাতক করুন কানাডায়

(৪) কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ: 
কমনওয়েলথ মাস্টার্স স্কলারশিপ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে থাকে। স্কলারশিপটি ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) দ্বারা অর্থায়িত হয়। বৃত্তির আওতায় একজন শিক্ষার্থী পাবেন বিনা টিউশন ফিতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ। এছাড়াও আবাসন ও বসবাসের আনুষঙ্গিক খরচ এবং বিমানে যাতায়াত খরচও বহন করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন

(৫) ইরাসমুস মুন্ডুসঃ 
ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে চাইলে আবেদন করতে পারেন ইউরোপিয়ান কমিশন প্রদত্ত ‘ইরাসমুস মুন্ডুস’ স্কলারশিপের জন্য। সিভি, একাডেমিক যোগ্যতা, মোটিভেশন ও রেকোমেন্ডেশন লেটার, ভাষা দক্ষতা, ইত্যাদির ভিত্তিতে ইউরোপীয় কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচন কমিটির সদস্যরা স্কলারশিপের জন্য প্রার্থী নির্বাচন করে থাকেন। ‘ইরাসমুস মুন্ডুস’ স্কলারশিপের অধীনে টিউশন ফি, জীবনযাত্রার খরচ, বিমান খরচ, লাইব্রেরি ফি, পরীক্ষা ফি, গবেষণা সংক্রান্ত ফি সব খরচ বহন করা হয়।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে ১৫টি করণীয় সম্পর্কে জেনে নিন

১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে শুরু হয় ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। এই স্কলারশিপে কমপক্ষে ২ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। এখানে প্রায় ১২০-এর অধিক কোর্স রয়েছে। এই প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা, গবেষণাপত্র, কো-কারিকুলাম এক্টিভিটি থেকে শুরু করে সকল বিষয়েই গুরুত্ব দেওয়া হয়। তবে এই প্রোগ্রামে সর্বোচ্চ ৩টি বিষয়ে পড়াশুনা করা যায়।

এই স্কলারশিপে আপনি মাস্টার্স প্রোগ্রামে রয়েছে ১১৬টি কোর্স আর পিএইচডি-এ রয়েছে ১২৯টি কোর্স। এগ্রিকালচার, ভ্যাটেরিনারী, ইঞ্জিনিয়ারিং, মানুফেকচার ও কনস্ট্রাকশন, হেলথ ওলেথ ফেয়ার, হিউমানিটি, আর্টস, সাইন্স, মাথেমাটিক্স, কম্পিউটিং, সোশ্যাল সাইন্স, বিজনেস, ল’- এই সকল স্টাডি ফিল্ডে আপনি পড়াশুনা করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence