স্কলারশিপ নিয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর করুন ইউরোপে

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে সাংবাদিকতা, মিডিয়া অ্যান্ড গ্লোবালাইজেশনে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ "ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ"। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি, ২০২৩।

১৯৮৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে শুরু হয় ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ। তিনশত এর বেশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ২৮৫ টি প্রোগ্রামে প্রায় ২০ হাজার শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর ইরাসমুস মুন্ডুস স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: ৪১তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৩০০০

সুযোগ-সুবিধা: 
• টিউশন ফি প্রদান করবে। 
• বিমান ভাড়া প্রদান করবে। 
• মাসিক জীবনযাত্রার ব্যয় প্রদান করবে। 
• স্বাস্থ্য বীমা প্রদান করবে।

আবেদনের যোগ্যতা: 
• সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে। 
• একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• IELTS ব্যান্ড স্কোর ৭.০ এবং সর্বনিম্ন স্কোর ৬.০ /TOEFL কমপক্ষে ১০০ স্কোর/ Cambridge ESOL  
   কমপক্ষে ১৯০ স্কোর থাকতে হবে। 
• সাংবাদিকতার উপর কমপক্ষে ৩ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র: 
• আবেদনপত্র।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সনদপত্র এবং মার্কশীট।
• সাংবাদিকতার অভিজ্ঞতা সনদ।( চাহিদা অনুযায়ী )
• ভাষা দক্ষতার সনদপত্র। 
• জীবন বৃত্তান্ত। 
• দুটি রেফারেন্স লেটার। (১টি একাডেমিক এবং ১টি সাংবাদিকতার ) 
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 
• অ্যাপ্লিকেশন প্যাকেজ। 
সকল নথিপত্র পর্যায়ক্রমে সাজিয়ে একটি একক পিডিএফ ফাইলে সংগ্রহ করতে হবে । (PDF ফাইলের সাইজ সর্বোচ্চ 10 এমবি)। অ্যাপ্লিকেশান প্যাকেজের শিরোনাম হতে হবে: আপনার পুরো নাম – পছন্দকৃত গন্তব্য - আপনি যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদন করছেন তার বিভাগ। উদাহরণ: লিওনার্দো লুওঙ্গো - লন্ডন - ক্যাটাগরি এ ।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন 
আবেদনপত্র জমা দিতে ক্লিক করুন https://mundusjournalism.com/admissions/application-process/online-registration 
বিস্তারিত জানতে ক্লিক করুন https://mundusjournalism.com/admissions


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence