গুচ্ছের ‘সি’ ইনিউটের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী   © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) রাত ১১টার পর ফল প্রকাশ করা হয়।

এর আগে বুধবার রাত ৯টায় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় 'সি' ইউনিটের ফল প্রকাশের অনুমোদন দেয়া হয়।

তখন বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

সি ইউনিটের ফল দেখতে এখানে ক্লিক করুন

প্রসঙ্গত গত সোমবার (১ নভেম্বর) সারাদেশের ২২টি কেন্দ্রে একযোগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!