চবির ‘ডি’ ইউনিটের ফলাফল প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ মঙ্গলবার যেকোনো সময় ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) ফলাফলের বিষয়টি জানিয়েছেন ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, আমরা চূড়ান্ত ফলাফল আইসিটি সেলে পাঠিয়েছি। তাঁরা ক্রসচেকের পর ফলাফল প্রকাশ করবে।

এদিকে, ফল চূড়ান্ত প্রস্তুতকৃত ফল পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলামও।

তিনি জানান, তারা ফলাফল হাতে পেয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ক্রসচেকের পর ফলাফল প্রকাশ করা হবে। 

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আসন রয়েছে ৯৫৮টি। এতে এই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে  আবেদন করেন ৫৭ হাজার ৮০৪ জন শিক্ষার্থী। সে হিসেবে আসন প্রতি লড়াই করছে ৬০ শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence