জাবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস সূত্রে জানা যায়, এ বছর ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ১৩ হাজার ৬৩৩ জন। পাসের হার ৪৪ দশমিক ৩৮ শতাংশ। 

ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা জানান, এবার 'ই' ইউনিটে প্রায় ১৩ হাজারের অধিক পরীক্ষা দিয়েছে। এই ইউনিটে পাসের হার ৪০ শতাংশের মতো। 

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, গত সোমবার (১৯ জুন) দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে আজ মঙ্গলবার (২০ জুন) সকল ৯টায় শুরু হয়ে মোট ৬ শিফট ‘এ’ ইউনিটের পরীক্ষা। এছাড়া আগামীকাল বুধবার (২১ জুন) ও পরের দিন বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ