বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বোরকা পরা ছবিটি ২০১৯ সালের

০৫ নভেম্বর ২০২৩, ০৯:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM
ছবিটি ২০১৯ সালের ১ জুনের

ছবিটি ২০১৯ সালের ১ জুনের © সংগৃহীত

আজ রবিবার (৫ নভেম্বর) ‘নারী সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বোরকা পরিহিত এমন একটি সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

জানা গেছে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আজ স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন মদিনার ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম আল ঘামিদি। 

তবে বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বোরকা পরিহিত ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি আজকের নয়, এটি ২০১৯ সালের ১ জুনের ছবি। ওইদিন তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ১৪তম সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে সৌদি আরবে গিয়েছিলেন। পরে মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছিল। সে সময়ের এমন কিছু নিউজ লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

এদিকে, আজকে একই বিমানবন্দরে পৌঁছানোর পর লাল গালিচা সংবর্ধনার কোনো আয়োজন চোখে পড়েনি এবং প্রধানমন্ত্রীর পরনে ছিল শাড়ি। আজ সন্ধ্যায় ৭টার দিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফার সাংবাদিক ইয়াসিন কবির জয় প্রধানমন্ত্রীর বিমানবন্দরে অবতরণের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শাড়ি পরিহিত অবস্থায় বিমান থেকে নেমে গাড়িতে উঠছেন। ভিডিওটি দেখুন এখানে

পরে রাষ্ট্রীয় অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মদিনার ডেপুটি গভর্নর ড. ইব্রাহিম আল ঘামিদি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন। সেই সময়ও প্রধানমন্ত্রী শাড়ি পরিহিত অবস্থায় ছিলেন। দেখুন এখানে

সুতরাং, মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বোরকা পরা ছবিটি ২০১৯ সালের। এটি আজকের কোনো ছবি নয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ সৌদি আরবে পৌঁছেছেন। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-র জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করছে।

কাঠবোঝাই ট্রাকে বাসের ধাক্কা: শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ১০
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই আসনে নির্বাচন স্থগিত
  • ০৯ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার তার…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শীতের ভোলা যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গরাজ্য
  • ০৯ জানুয়ারি ২০২৬
নারী প্রার্থীদের সাইবার বুলিং নিয়ে জকসুর সদস্য শান্তার পোস্ট
  • ০৯ জানুয়ারি ২০২৬
একটি স্বাভাবিক মৃত্যু চাই, দুর্বৃত্তের গুলিতে মরতে চাই না
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9