নজরুলের কবিতা-গানই সাহসের অনুপ্রেরণা জোগায়: রিজভী
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১১:০৫ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২২, ১১:০৫ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হলেও জনগণের নাগরিক স্বাধীনতা আজও নিশ্চিত হয়নি। এখনো কথা বলতে গেলে এক ধরনের ভীতি সঞ্চার হয়, চলাচল করতে গেলে ভীতির সঞ্চার হয়, জীবন যাপন করতে গেলে ভীতির সঞ্চার হয়। এ রকম একটি সময়ে নজরুল খুবই প্রাসঙ্গিক। নজরুলের কবিতা-গানই আমাদের সাহসের অনুপ্রেরণা জোগায়।
আজ শনিবার (২৭ আগষ্ট) সকালে বিএনপির পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমান উল্লাহ আমান সহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
আরো পড়ুন: সর্বকালের সেরা তিন বাঙালির একজন নজরুল: ওবায়দুল কাদের
রিজভী বলেন, আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন নজরুল। তার লিখিত গান, কবিতা ও অন্যান্য আশা ছিল লেখনী। তিনি তার লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এ জন্য তিনি দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন। তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন।