ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু

০৯ জুলাই ২০২২, ১০:২৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ জুলাই পর্যন্ত। এছাড়া আগামী ৩০ আগস্টের মধ্যে ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই শিক্ষাবর্ষে ৩৬টি বিভাগে ৩০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

শনিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবেদন ফরম অফিস চলাকালে অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া আইএডির অফিসিয়াল ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। 

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্র ২০২০ সালের আগে বারো বছরের শিক্ষা (ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা অথবা সমমানে এ-লেভেল বা ও-লেভেল) সম্পন্ন করতে হবে। উভয়ক্ষেত্রেই সিজিপিএ ৩ দশমিক ৫, (৫ এর মধ্যে) ৩ (৪ এর মধ্যে) অথবা ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তিচ্ছুদের কোনও বিষয়ে ‘ডি’ গ্রেড থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শিক্ষার্থীদের ভর্তি নেবেন। ভর্তির পর ছাত্ররা দুটি ও ছাত্রীরা একটি হলে আবাসিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, ভর্তির আবেদন, প্রক্রিয়া, ভর্তিসহ অন্যান্য ফি’র যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে। এছাড়া যেকোনও বিষয়ে জানতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার
  • ০৩ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার 
  • ০৩ জানুয়ারি ২০২৬
মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন: রি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-১ আসন: বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ
  • ০৩ জানুয়ারি ২০২৬
একদিনে দুই পরীক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবকরা
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!