রোজায় সিদ্ধেশ্বরী কলেজের ক্লাস ২ ঘণ্টা ২০ মিনিট

সিদ্ধেশ্বরী কলেজ
সিদ্ধেশ্বরী কলেজ  © ফাইল ছবি

আসন্ন রমজান মাসে সিদ্ধেশ্বরী কলেজে দুপুর ১২টা ২০ মিনিট থেকে ক্লাস শুরু হবে। ছুটি হবে দুপুর ২টা ৪০ মিনিটে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) কলেজ অধ্যক্ষ অধ্যাপক শেখ জুলহাস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজের সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষকদের জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান মাসে অনার্স ও মাষ্টার্স ক্লাসসমূহ দুপুর ১২টা ২০ থেকে দুপুর ২টা ৪০ পর্যন্ত ৩৫ মিনিট করে প্রতিটি ক্লাস চলবে।

আরও পড়ুন: ২১ এপ্রিল পর্যন্ত চলবে রাবির ক্লাস-পরীক্ষা

এছাড়া কলেজের সকল বিভাগীয় প্রধান/চেয়ারম্যান এবং শিক্ষকদের সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিটি পর্যন্ত কলেজে অবস্থান করতে হবে। সিদ্ধেশ্বরী কলেজের বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব জরুরী বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত সোমবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজে ২৬ এপ্রিল পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত।

এছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহণের জন্য বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ