বঙ্গবন্ধুর স্মরণে ইবিতে ছাত্রলীগের শোকসভা

০৩ আগস্ট ২০১৯, ১০:১৭ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকাবহ আগস্ট উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ সভার আয়োজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এসময় ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত ও তাদের পৃষ্টপোষকদের মধ্যে যাদের এখনো শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি, তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানান বক্তরা।

বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় ও ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ।

এসময় অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের আবাসিক শিক্ষার্থীসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬