ইবির আল-ফিক্হ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শাহিন

৩১ জুলাই ২০১৯, ০৭:০৬ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদভূক্ত আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিন।

বুধবার বিভাগের সভাপতির কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। এর মধ্যদিয়ে তিনি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামের দায়িত্বের মেয়াদ শেষ হওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিনকে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেন।

বুধবার সকাল ১১টায় বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মু. নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক ড. হামিদা খাতুন প্রমুখ।

এ বিষয়ে বিভাগের নতুন সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিন বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতা নিয়েই বিভাগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’

সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন যেন অযৌক্তিক নাটকীয়তার মঞ্চে পরিণত না হয়: মাহাদি আ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কর্মসূ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ডাকসুর চার মাসের জবাবদিহিতা: জাতীয় রাজনীতির ছোট মডেল
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গান মানুষের হৃদয়ে পৌঁছাবে, গণআন্দোলনের শক্তি হবে …
  • ২৭ জানুয়ারি ২০২৬