পানি পান করা নিয়ে জুনিয়রের হাতে লাঞ্ছনার শিকার ছাত্রলীগ কর্মী

  © টিডিসি ফটো

পানি পান করাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের এক জুনিয়রকর্মী দ্বারা সিনিয়য়ের গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তঃবিভাগ বাস্কেটবল খেলা চলাকালীন এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লোক প্রশাসন বিভাগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মধ্যবর্তী খেলা চলাকালীন দর্শক গ্যালারিতে বসে খেলা দেখার সময় আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান খেলোয়াড়দের জন্য রাখা পানি পান করেন। এসময় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবের অনুসারী নাঈম তাকে বেয়াদব বলে গালি দেয়।

এতে ইমরাম ক্ষুব্ধ হলে নাঈম ও তার দুই বন্ধু ইমরানকে ধাক্কা দেয় ও গায়ে হাত তোলে। এ নিয়ে দুজনের মধ্যে মধ্য ব্যাপক বাকবিতন্ডা হয়। এসময় উপস্থিত শিক্ষকরা তাদেরকে শান্ত করেন।

এরপর শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উভয় পক্ষকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ডেকে বিষয়টি মিমাংসা করে দেন।

এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যে সিনিয়র-জুনিয়র সম্পর্ক মেনে চলে না সে মূলত ছাত্রলীগের শৃঙ্খলাই মানেনা। জুনিয়র হয়ে সিনিয়রকে সম্মান না করলে, সে যেই হোক ছাত্রলীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ