জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস মনিটরিং সফটওয়্যার চালুর উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস মনিটরিং সফটওয়্যার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আজ সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, শিগগিরই ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামে একটি সফটওয়্যার চালু করা হবে, যা প্রতিদিনের ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণে সহায়তা করবে। বিভাগীয় চেয়ারম্যানদের পরামর্শ অনুযায়ী সফটওয়্যারটিতে নতুন কিছু ফিচার সংযুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রজেক্টরের মাধ্যমে ক্লাস মনিটরিং সফটওয়্যার-সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। আশা করা হচ্ছে, আগামী জুলাই মাস থেকে সফটওয়্যারটির কার্যক্রম শুরু হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পিআরআইপি পরিচালক ও আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রথম সভায় উপাচার্য আনুষ্ঠানিকভাবে এ ক্লাস মনিটরিং সফটওয়্যারটির উদ্বোধন করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!