ইবিতে অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের (২০২২-২৩) বিদায় উপলক্ষে একটি বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অর্থনীতি ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থনীতি ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ, অর্থনীতি ক্লাবের কোষাধক্ষ ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল জলিল পাঠান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম।
পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।