ফিলিস্তিনে নৃশংস ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফেনী ইউনিভার্সিটিতে বিক্ষোভ 

০৮ এপ্রিল ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
ফেনী ইউনিভার্সিটিতে বিক্ষোভ 

ফেনী ইউনিভার্সিটিতে বিক্ষোভ  © টিডিসি ফটো

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রতিনিয়ত নারী, শিশু ও নিরীহ মানুষের প্রাণ ঝরছে। মানবতার এই বিপর্যয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে ব্যথিত করে। আমরা ফেনী ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নৃশংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর কার্যকর পদক্ষেপ দাবি করছি। 

তারা আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আমরা একাত্মতা প্রকাশ করছি। মুসলিম বিশ্ব ও মানবতাবাদী সকল জাতিকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

সমাবেশে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, ‌‘আজ আমরা এখানে একত্র হয়েছি এক গভীর বেদনাবিধুর বাস্তবতায়। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে। নারী, শিশু ও নিরপরাধ মানুষের উপর এ ধরনের বর্বরতা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জার। ফেনী ইউনিভার্সিটি পরিবার হিসেবে আমরা এই নির্মমতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, যেন তারা অবিলম্বে এই সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। মানবতার স্বার্থে, শান্তির স্বার্থে এবং ন্যায়বিচারের স্বার্থে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

ট্রেজারার প্রফেসর তায়বুল হক বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে প্রতিনিয়ত যেভাবে জীবন ঝরছে, তা মানবতার ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শিক্ষার্থী সৈকত হোসেন সজীব বলেন, ‘বর্তমানে ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েল যে বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা দেখে মনে হয়—‘মানবতা’ শব্দটির কবর রচিত হয়েছে ফিলিস্তিনেই। আমরা ফেনী ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা আজ ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে একাত্মতা প্রকাশে এখানে দাঁড়িয়েছি। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাই, অচিরেই যেন এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এটি কোনো ধর্মীয় বা রাজনৈতিক বিষয় নয় এটি বিশ্ব মানবতার প্রশ্ন।’

আয়োজিত সমাবেশে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞা, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম, কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ।

আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, প্রক্টর মো: আয়াতুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের বিভাগীয় প্রধান কাজী মনিরুল আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ আফসার উদ্দিন, আইন বিভাগের বিভাগীয় প্রধান সাখাওয়াত সাজ্জাত সেজান, ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক হাসান আহমেদসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আজ ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন, ১৯ বছর আগে এই দিনে কী ঘটেছিল
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ছয়
  • ১১ জানুয়ারি ২০২৬
ইরানে যতবার বিক্ষোভ হয়, ততবারই তাদের নিরাপত্তা ও গোয়েন্দা শ…
  • ১১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে সরকারি-বেসরকারি কলেজে বেড়েছে ছুটি, দেখুন তালিকা
  • ১১ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের কারাগারে মাদুরো কেমন আছেন, জানালেন ছেলে
  • ১১ জানুয়ারি ২০২৬
প্রক্সি নয়, বিইউপিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গিয়েছিলাম—দা…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9