কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ঈদসামগ্রী বিতরণ
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৪:১৮ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী, আনসার, হল ডাইনিং কর্মী ও ক্যাম্পাস-সংলগ্ন দোকান কর্মচারীদের মধ্যে ঈদ ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে কুবি ক্যাম্পাসে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী, সেক্রেটারি হাফেজ মো. মাজহারুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা।
ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ছাত্রশিবির ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরী ও দোকান কর্মচারীদের মধ্যে মোট ৬৫ প্যাকেট ঈদসামগ্রী বিতরণ করে।
আরও পড়ুন: মার্চ মাসের বেতন পাচ্ছেন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা
এ বিষয়ে কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ‘ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা ঈদের সময়ও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে তাদের মুখে হাসি ফোটানোর। একইভাবে, ক্যাম্পাস-সংলগ্ন দোকান ও হোটেলে কাজ করা কর্মচারীদেরও পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ কম থাকে। তাদের জন্যও আমাদের সামান্য এই প্রয়াস। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক, এটাই আমাদের কামনা।’