ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক

নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মনজুরুল হক
নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মনজুরুল হক  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ থেকে আওয়ামী লীগের দোসর এইচ এম আলী হাসানকে অপসারণ করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল হক।

বুধবার (৫ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, জনাব এইচ, এম, আলী হাসানকে তার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ অপরাহ্ন হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তার মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. মো: মনজুরুল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানকে অপসারণের দাবীতে গতকাল উপাচার্যের কার্যালয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরেই তাকে অপসারণ করে গণঅভ্যুত্থানের পক্ষের কাওকে নিয়োগের দাবি জানিয়ে আসছিলো ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় গত ৩ মার্চ উপাচার্যের সাথে মতবিনিময়কালে রেজিস্ট্রার হিসেবে একজন শিক্ষককে নিয়োগের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


সর্বশেষ সংবাদ