ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের দায়িত্বে মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো
মোহাম্মদ আলী ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লোগো  © টিডিসি সম্পাদিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালকের পেয়েছেন। 

আজ রবিবার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শামছুল আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের গতিশীলতার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি মূল দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন।

এর আগে মোহাম্মদ আলী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ সংবাদ