পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাজসজ্জা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ০২ মার্চ ২০২৫, ১১:১৮ AM

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ঢাকা কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসে বর্ণিল সাজে সাজানো হয়েছে। প্রথমবারের মতো রমজান উপলক্ষে এমন সাজসজ্জায় ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ ও উদ্দীপনা।
সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তাজুড়ে সবখানে সুতায় মাঝে লাল-নীল রঙের কাগজের জরি দিয়ে সাজানো হয়েছে। এর সঙ্গে বিভিন্ন রঙের বেলুন ঝুলানো হয়েছে। মসজিদের গেট ও বারান্দায় লাল আর্ট কাগজের মাঝে সোনালি রং দিয়ে লেখা হয়েছে ‘রমাদান মুবারক’।
এ ছাড়া ক্যাম্পাসে ইফতার ও সেহরির সময় সংবলিত ব্যানার এবং রমজান সম্পর্কে কোরআন ও হাদিসের আয়াত লেখা পোস্টার লাগানো হয়েছে।
জানা যায়, বিগত স্বৈরাচারের সময়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে রমজানে পবিত্র আমেজ ও জাকজমকতার মাধ্যমে ইসলামি সংস্কৃতি পালনে নানা রকম বাধা ছিল। এবার পরিস্থিতি ভিন্ন হওয়ায় রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে মুসলিম ঐতিহ্য চর্চায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে ছাত্রশিবিরের এই আয়োজন। এ ছাড়া সম্পূর্ণ রমজান মাস ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে জানান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ঢাকা কলেজ ছাত্রশিবিরের সদস্য গাজী হোসাইন মাহমুদ বলেন, রমাদান মুসলমানের এক ঐতিহাসিক ইবাদতের মাসের নাম। রমাদানের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি, তাকওয়া ধৈর্য ও সহিষ্ণুতা অর্জন করি। বাংলাদেশের মুসলমানরা আবহমান কাল থেকে এ রমাদান মাসকে অত্যন্ত জাকজমকভাবে উদযাপন করে। এটি এ দেশের মুসলমানের প্রাচীন সংস্কৃতি। ইসলামী ছাত্রশিবির মুসলিম সংস্কৃতিকে ধারণ করে। এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ ক্যাম্পাসে রামাদানকে সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে এই সাজসজ্জার আয়োজন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ ১৬ বছর এ দেশে স্বৈরতন্ত্র কায়েমের পাশাপাশি এ দেশের সভ্যতা ও সংস্কৃতিকে ভিনদেশি সভ্যতা সংস্কৃতির কাছে বিক্রি করে দিয়েছে। ছাত্রশিবির বাংলাদেশের সেই প্রাচীন সংস্কৃতিকে শিক্ষার্থীদের মাঝে আবার সগৌরবে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, এই রমাদান হোক স্মরণকালের শ্রেষ্ঠ রমাদান। সবার জীবন ভরে উঠুক অফুরন্ত রহমত ও নিয়ামতে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা শাখা কলেজ ক্যাম্পাসে রমাদানকে সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং সাজসজ্জার আয়োজন করে। পাশাপাশি ঢাকা কলেজের সকল ছাত্রদের প্রতি আহ্বান করছি, আমরা সবাই যেন রমাদানের পবিত্রতা রক্ষা করি এবং এই রমাদানকে উদ্দেশ করে আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করি।