মাতৃভাষা দিবসে ইবিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয় ঝালচত্বর সংলগ্ন স্টলে এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান এবং ইসলামী ছাত্র আন্দোলনের ইবি সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত।
ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেন রাহাত বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সব সময় আর্থ-সামাজিক এবং মানবিক কাজের সাথে জড়িত থাকে। তারই ধারাবাহুকতায় আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি ১৯৫২ সালে যারা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছেন তাদের আদর্শ এখনো আমাদের মাঝে জীবিত আছে।
ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সব সময় শিক্ষার্থীর বান্ধব কার্যক্রমে যুক্ত থাকে। তারই ধারাবাহিকতায় আজকে ভাষা শহিদদের স্মরণে এধরনের আয়োজনের জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। রক্তের গ্রুপ জানা আমাদের সবার জন্যই জরুরী কারণ বিপদের সময় এক ব্যাগ রক্ত আমাদের অনেক কাজে লাগে। ইসলামী ছাত্র আন্দোলন যেন এরকম সামাজিক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখে সেই প্রত্যাশা রাখছি।