জবির ‌‌‘লাস্ট নাইট স্কলার্স’ এর নেতৃত্বে যুবায়ের-মেহেদী

 সভাপতি শাহরিয়ার যুবায়ের এবং  সাধারণ সম্পাদক  মেহেদী হাসান
সভাপতি শাহরিয়ার যুবায়ের এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান   © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাস্ট নাইট স্কলার্সের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শাহরিয়ার যুবায়ের সভাপতি ও মেহেদী হাসান সাধারণ সম্পাদক ঘোষিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ কমিটি ঘোষণা করা হয়।

শাহরিয়ার যুবায়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের এবং মেহেদী হাসান কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। 

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি নুসরাত জাহান মুমু, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টুটুল ও প্রসান দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হাসান রাফি, কোষাধ্যক্ষ সালেহ আহমদ সাদ, একাডেমিক ডিরেক্টর সালেহীন রাহনুমা ও মডারেশন অফিসার হিসেবে প্রসান দাস গুপ্তের নাম ঘোষণা করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, জান্নাত আক্তার, তাসনিম তাবাসসুম তারিন, জোবায়ের হোসেন রাফি, মোহাম্মদ সাজিদুল হাসান,  মো. রাকিব হোসেন, মাজহারুল ইসলাম টুটুল, বায়তুল হক, মোহাম্মদ সাজিদুল হাসান, মো. শফিকুর রহমান স্বপন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা এমন একটি স্টাডি এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে। পাশাপাশি এক্সট্রা কারিক্যুলার অ্যাক্টিভিটিসেও সমান গুরুত্ব দেওয়া হবে। আমরা গতানুগতিক পন্থা থেকে বের হয়ে বুদ্ধিভিত্তিক কার্যক্রমের মাধ্যমে লাস্ট নাইট স্কলার্স জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।’

সভাপতি শাহরিয়ার যুবায়ের বলেন, ‘পরীক্ষার আগের রাতে যারা পড়াশোনা শুরু করে, তাদের দক্ষতা উন্নয়নে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি যারা মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে তাদের স্বীকৃতি দেওয়া ও উৎসাহিত করাও আমাদের লক্ষ্য। একাডেমিক প্রতিযোগিতাগুলোকে আমরা জাতীয় ও আন্তঃবিভাগীয় পর্যায়ে বাস্তবায়ন করতে চাই।’

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাস্ট নাইট স্কলার্স পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করে থাকে।


সর্বশেষ সংবাদ