তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

ইব্রাহিম খলিলের অবস্থান কর্মসূচি
ইব্রাহিম খলিলের অবস্থান কর্মসূচি  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারকে একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করাসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক শিক্ষার্থী। তার উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক মেডিকেল সুবিধা চালুর দাবি জানানো।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম খলিল এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

ইব্রাহিম খলিলের দাবিগুলো হলো- প্রতি ১ হাজার ৫০০ শিক্ষার্থীর বিপরীতে একটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত থাকায় এ অনুপাতে মোট ১৩টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করতে হবে। এ মেডিকেল সেন্টারে এক্স-রে, এমআরআই ও সিটি স্ক্যানের মতো জরুরি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে এবং ওই দুটি দাবি চলতি অর্থবছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন: সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ

ইব্রাহিম খলিল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত মেডিকেল সুবিধা নেই। জরুরি চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্সের সংকটও রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। অথচ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি অবস্থায় সঠিক চিকিৎসা সেবা না পেলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে।

ইব্রাহিম খলিলের এ অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেক শিক্ষার্থী তার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি করবে।


সর্বশেষ সংবাদ