জবিতে ‘বিতর্কে বিপ্লব ১.০’ চ্যাম্পিয়ন ইসলামিক স্টাডিজ বিভাগ

  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ডিবেটিং ক্লাবের আয়োজনে ‘বিতর্কে বিপ্লব ১.০’ আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয় ইসলামিক স্টাডিজ বিভাগের ‘আইএস ডিসি গার্লস’ দল, আর রানারআপ হয় লোক প্রশাসন বিভাগের ‘ডিএইচপি লিগ্যাসি বেয়ারার’ দল। সেরা বিতার্কিক নির্বাচিত হন আশিকুর রহমান আকাশ, আর ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক হন নাইমা আক্তার রিতা।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বিতর্কের মূল বিষয় ‘আঞ্চলিক সংগঠনগুলোর (যেমন- SAARC, ASEAN) বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা’ নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘কিছু দেশের স্বার্থান্বেষী রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য সার্কের মতো সংগঠনগুলোর বিকাশে বাধা সৃষ্টি করেছেন। অথচ সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কার্যকরী আন্তঃসম্পর্ক গড়ে তুলেছিল।’

আরো পড়ুন: গ্রিন ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনে সনদ পেলেন ৪১২৯ গ্র্যাজুয়েট

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানিয়া তাহমিনা ও ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।   

ড. সাবিনা শরমীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক কারিকুলামের পাশাপাশি কো-কারিকুলামের প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিশ্ববিদ্যালয়ের প্রয়াত বিতার্কিক অংকন বিশ্বাসের স্মরণে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি সিফাত সালমান, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ