মাইগ্রেশন করে চলে যাওয়া শিক্ষার্থীদের ভর্তির টাকা ফেরত দেয়নি কুবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ PM

জিএসটি ভর্তি পরীক্ষার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার পর গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে বিপাকে পড়েছে কুবি থেকে মাইগ্রেশন করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, যে সব শিক্ষার্থী মাইগ্রেশনের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছে, সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেই টাকা ফেরত পাবে।
জানা যায়, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে যে সব শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন তাদের ভর্তির টাকা ফেরত পাইনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশন করে চলে যাওয়া এক শিক্ষার্থী জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হই। কিন্তু চতুর্থ মাইগ্রেশনের মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে চলে যান। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থেকে এখনো ভর্তির টাকা ফেরত পাইনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবে টাকা ফেরত দেবে, সেই বিষয়েও আমাদের জানায় নি।
তিনি আরও জানান, মাইগ্রেশনের কারণে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জমা দিতে হয়, এ কারণে পরিবারের পক্ষে ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়। বর্তমানে আর্থিক সমস্যার কারণে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে, এই সময়ে কুবি প্রশাসন প্রথম ভর্তির টাকা ফেরত দিলে আমার জন্য খুব উপকার হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেছেন, যারা মাইগ্রেশন করে তাদের একই সাথে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জমা দিতে হয়। এতে শিক্ষার্থীদের জন্য কষ্ট হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় সিস্টেমে পরিবর্তন আনা প্রয়োজন। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যে সব শিক্ষার্থী মাইগ্রেশন করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদের টাকা ফেরত দেওয়া হবে।