ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন   © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ করার দাবিতে মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। এ সময় বিভাগটির ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা। 

এ সময় বক্তারা বলেন, ‘এখন পর্যন্ত আর কোনো সুস্পষ্ট সমাধান বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমলে কোনো বিভাগ যদি সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়ে থাকে, সেটা আমাদের বিভাগ। যুগোপযোগী সময়ের সম্পূর্ণ বিপরীতে আমরা একটি অ্যাপ্লাইড বিভাগ থেকে চলে গেছি পিওর বিভাগে যা চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে বিরল ঘটনা। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই।’

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না পোষ্য কোটা

শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘পাঁচ মাস পর আবার এখানে দাঁড়ানো অত্যন্ত দুঃখের বিষয়। পুকুরচুরির ঘটনার কোনো সমাধান শিক্ষার্থীরা পাবে না, সেটা হতে পারে না। যদি পরবর্তী সিন্ডিকেটের মধ্যে প্রশাসন পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে দেব। যদি এ প্রশাসন পরবর্তী একাডেমিক কাউন্সিলর মিটিং এবং সিন্ডিকেটে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আদালতে আমাদের সঙ্গে যে স্বাক্ষর জালিয়াতি হয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব। সেখানে পুরো প্রশাসনকে জবাবদিহি করতে হবে।’

এর আগে গত ২৪ নভেম্বর একই দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগটির শিক্ষার্থীরা। সেদিন বিভাগীয় সভাপতি ও প্রক্টরিয়াল বডির আশ্বাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের শর্তে তালা খুলে দেন তারা। পরবর্তী সময়ে প্রশাসনের কনফারেন্স রুমে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ছাত্র না হয়েও রাবিতে ৪ মাস ক্লাস করলেন তরুণ, অতঃপর...

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগ চালুর পর থেকে বিভাগের নাম ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসপেক্টাসে এই নাম দেওয়া হলেও ভর্তি পর শিক্ষার্থীরা জানতে পারেন, বিভাগের নাম জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। 

শিক্ষার্থীদের দাবি, তিন বছর আগে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তাদের অজান্তে স্বাক্ষর নিয়ে বিভাগের নাম পরিবর্তন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি জানার পর দীর্ঘদিন ধরে বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পরও একাধিকবার বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানালেও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় আজকে আবারও মানববন্ধন করেন তারা।


সর্বশেষ সংবাদ