কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ১০০০ টাকা

কুবি
কুবি  © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। 

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি

‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৮.০০ এবং পৃথকভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ৬.০০, বিজ্ঞান শাখায় ৭.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ প্রয়োজন।

‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ ৬.৫০ এবং বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৭.০০ ও ৬.০০ প্রয়োজন।

জি.সি.ই ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের জন্যও আলাদা শর্তাবলি উল্লেখ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল শুরু হবে বলে জানা গেছে। ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল ১০টায়, ‘এ’ ইউনিট: ৩ মে সকাল ১০ টায়, এবং ‘বি’ ইউনিট: ৩ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

পরীক্ষার প্রবেশপত্র, আসন বিন্যাস ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে।


সর্বশেষ সংবাদ