গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলে জয়ী বেরোবির ৫ শিক্ষার্থী

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৫তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর রংপুর অঞ্চলে  এ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগ। প্রতিযোগিতায় সেরা দশে বেরোবির ৫ জন ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন এবং সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ২ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর গণিত বিভাগে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে অলিম্পিয়াড প্রতিযোগিতা শুরু হয়। এর আগে সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি অ্যাকাডেমিক ভবন দুই থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যাকাডেমিক ভবন-২ এ ফিরে আসে। এরপর দুপুর আড়াই টায় সমাপনী সেশনে গণিত বিষয়ক প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দেন দেশবরেণ্য গণিত ব্যক্তিত্বরা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি  অফ সায়েন্স এন্ড টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিত্য বণিক। দ্বিতীয় স্থান করেন বেরোবির সঞ্জীব কুমার দেব শর্মা এবং ৩য় স্থান অধিকার করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএসসি বিভাগের নূর এ আলম। এরপর বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় সেরা ১০ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট পুরস্কার প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ‘গণিত হচ্ছে মাদার অব সায়েন্স। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতি ও ব্যবসার ভাষাও গণিত। তিনি আরো বলেন, গণিতের ব্যবহার দেশে-বিদেশে বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক সাফল্য নিয়ে আসতে পেরেছে। গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা ও অ্যাকাডেমিক কার্যক্রমেও সাফল্যের স্বাক্ষর ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।’

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪ এর বৃহত্তর রংপুর অঞ্চলের আহ্বায়ক ও গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাজুল ইসলাম বলেন, ‘এ আয়োজনের উদ্দেশ্য হল সারা দেশে যাদের ট্যালেন্ট আছে, যারা জানতে চায়, বুঝতে চায়, তাদেরকে খুঁজে বের করে তাদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়া। পিওর সায়েন্সকে প্রমোট করা, যাতে করে আমরা জাতিগতভাবে এগিয়ে যেতে পারি এবং দেশের উন্নতি হয়। কারণ যেকোনো টেকনোলজি পিওর সায়েন্সের উপর প্রতিষ্ঠিত।’

সমাপনী সেশনে জাতীয় গণিত অলিম্পিয়াড-২০২৪ এর রংপুর অঞ্চলের আহবায়ক ও বেরোবি গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে বুয়েট গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আরিফুল কবির ও প্রভাষক মো. সাদ্দাম হোসেন, কারমাইকেল কলেজের গণিত বিভাগের প্রফেসর আশরাফুল আলমসহ অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ এবং নীলফামারী সরকারি কলেজের মোট ১৫৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence