উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ-বিএসএস পরীক্ষার প্রথম দিনে ৪৩ শিক্ষার্থী বহিষ্কার
- বাউবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ AM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ AM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ-বিএসএস পরীক্ষা শুরুর প্রথম দিনে ৪৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ/বিএসএস প্রোগ্রামের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারের ২০২২-এর পরীক্ষা দেশব্যাপী ২৮৫টি কেন্দ্রে একযোগে গত ২৯ নভেম্বর শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও ডিন ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
আরো পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক প্রক্টর বরখাস্ত
পরীক্ষা শুরুর প্রথম দিনে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার মিলে ৪৩ পরীক্ষার্থীকে অসদুপায় (নকল) অবলম্বনের দায়ে বহিষ্কারের সুপারিশ করেন। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. খালেকুজ্জামান খান ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।