ইবিতে আন্ত:জেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবনা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ৮ টি জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত 'রাজশাহী বিভাগীয় আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪' এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাবনা জেলা কল্যাণ সমিতি।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি এবং পাবনা জেলা কল্যাণ সমিতি। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলফি শাহরিন, সদস্য সচিব আরাফাত সায়িদ, নাটোর জেলা সমিতির সভাপতি তানভির রহমান, পাবনা জেলা কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক ওয়াসিফ আল আবরার, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ।
শ্বাসরুদ্ধকর ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে বগুড়া জেলার খেলোয়াড়েরা। আক্রমণ ও পালটা আক্রমণে খেলা জমে উঠলে ম্যাচের প্রথমার্ধেই বগুড়ার জালে বল জড়ান পাবনা জেলা টিমের ক্যাপ্টেন হাসিব। ম্যাচের শুরুর দিকে ভালো খেলেও পিছিয়ে পড়া বগুড়া জেলার খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হলেও সাফল্যের দেখা পায়নি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। দ্বিতীয়ার্ধে উভয় দলই গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে না পারায় ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পাবনা জেলা কল্যাণ সমিতির খেলোয়াড়রা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মেডেল, রেফারির ক্রেস্ট, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির ক্যাপ্টেন মামুনুর রশিদ বলেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। আমরা যদিও আজ রানার্সআপ হয়েছি কিন্তু তাতে আমাদের কোন আক্ষেপ নেই। আমরা ভালো খেলেই ফাইনাল পর্যন্ত এসেছি, আজকেও ভালো খেলেছি। রাজশাহী বিভাগীয় সবাই আমরা ভাই ভাই, আমাদের ভ্রাতৃত্ব সবসময় সুন্দর থাকবে এটাই আশা করি।
আয়োজন কমিটির আহ্বায়ক আলফি শাহরিন বলেন, রাজশাহী বিভাগীয় আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ব বৃদ্ধি করা। খেলাধুলা সবসময় সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি করতে পারি। এজন্য আমরা ফুটবল টুর্নামেন্ট এর মাধ্যমে এর সূচনা করেছি। আশাকরি সামনে ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন আয়োজন করতে পারবো। যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ।