জগন্নাথ বিশ্ববিদ্যালয়

হাসপাতালের বিছানায় পরীক্ষা দিচ্ছেন গুলিবিদ্ধ অনিক

হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দিচ্ছে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী অনিক
হাসপাতালের বেডে থেকে পরীক্ষা দিচ্ছে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী অনিক  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী অনিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়। ১৬ জুলাই মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে দিয়ে শাঁখারী বাজার হয়ে যখন মহানগর দায়রা জজকোর্টের সামনে আসে তখন এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত  হামলায় অনিক সহ আরও অনেকে আহত। অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে ২৯ জুলাই তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য করে। 

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১১ই আগস্ট  তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) পুনরায় ভর্তি করা হয়। এর মধ্যে শুরু হয়েছে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। হাসপাতালে বিছানায় বসে পরিক্ষায় বসেছে অনিক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ২য় বর্ষের ১ম সেমিষ্টার পরিক্ষায় পিজি হাসপাতালে অনিক অংশগ্রহণ করে। তার পরীক্ষকের দায়িত্ব পালন করেন বিভাগের দুইজন শিক্ষক সহযোগী অধ্যাপক মাহাদি হাসান জুয়েল ও সহকারী অধ্যাপক আল আমিন।

উল্লেখ্য, অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে বর্তমানে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence