দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন জবি

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল। 
দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল।   © সংগৃহীত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি, আইন বিভাগের ১৪তম ব্যাচের মাঈন আল মুবাশ্বির ও নাট্যকলা বিভাগের কিশোয়ার সাম্য।

আরও পড়ুন : অভিভাবক শূন্য জবি, নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি পেতে আন্দোলন

চ্যাম্পিয়ন হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এছাড়া প্রতিযোগিতার সেরা বিতর্কিত মুবাশ্বিরকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুন : বাসে সহ-সমন্বয়ক পরিচয় দেওয়া জবি ছাত্র ছাত্রলীগ কর্মী, ছিলেন না আন্দোলনে

এ বিষয়ে মাঈন আল মুবাশ্বির ডেইলি ক্যাম্পাসকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া খুবই আনন্দের। তাছাড়া জুলাই বিপ্লবের পর এই বিজয় ভিন্ন একটা খুশির। আগে আমরা এসব দুর্নীতির বিষয়ে মন খুলে সব বলতে পারতাম না। বাকস্বাধীনতা পেয়ে এখন নিজের মতো সব বলতে পারি। সেই বলার স্বাধীনতাটা বিতর্কিত হিসেবে আমাদের জন্য আনন্দের।


সর্বশেষ সংবাদ