ফাযিলের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

  © সংগৃহীত

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকারসমর্থক সংগঠনের কর্মীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থী ও পথচারীসহ ছয়জনের প্রাণ গেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ।  এ অবস্থায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতায় ফাযিলের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

আজ মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক এ,কে,এম,আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২২ আগামী ১৮/০৭/২০২৪ খ্রি. থেকে পরবর্তী সকল পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


সর্বশেষ সংবাদ