ছাত্রলীগের হামলায় ইডেন কলেজের ৪ ছাত্রী আহত, ঢামেকে ভর্তি

আহত ইডেন কলেজের শিক্ষার্থীরা
আহত ইডেন কলেজের শিক্ষার্থীরা  © সংগৃহীত

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর হামলা করেছে সরকারি ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ। হামলায় অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানা গেছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে কোটা আন্দোলনের কর্মসূচিতে যাওয়ার জন্য জড়ো হলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও সমাজতান্ত্রীক ছাত্রফন্টের ইডেন কলেজ শাখা সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্টের সায়মা আফরোজ (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও ২য় বর্ষের সানজিদা (২১)।

আহত সায়মা আফরোজ বলেন, ‘যাতে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে যেতে না পারে সে জন্য ছাত্রলীগ হলে হলে বাধা দেয়। পরে শিক্ষার্থীদের মিছিল নিয়ে বের করি। এ সময় বকুলতলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলা করার পরেও আমরা দমে যাইনি।’ 

সায়মা আফরোজ আরও বলেন, ‘প্রথম গেট ও দ্বিতীয় গেট হয়ে ঢুকে যারা আন্দোলনে যুক্ত হতে চাচ্ছে তাদের হল থেকে বের করে নিয়েছি। আহতরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলার সময় বিভিন্ন বিভাগের শিক্ষকেরাও উপস্থিত ছিলেন কিন্তু ছাত্রলীগকে হামলা থেকে নিবৃত্ত করতে কোনো কিছু করেননি তাঁরা।’ 

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে কারো আঘাতই গুরুতর নয়।

হামলার অভিযোগের বিষয়ে তামান্না জেসমিন রিভা বলেন, ‘ছাত্রলীগের নেতা–কর্মীরা হামলা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে ছিলাম। ছাত্রফ্রন্টের কিছু চিহ্নিত নেতা-কর্মী আমাদের মেয়েদের ওপর হামলা করে। তারা হামলা করে আমাদের ওপর অভিযোগ দিচ্ছে।’ 


সর্বশেষ সংবাদ