নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন হলে নতুন প্রভোস্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন হলে নতুন প্রভোস্ট
নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন হলে নতুন প্রভোস্ট  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অগ্নিবীণা হল এবং ছাত্রীদের দোলনচাঁপা ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের প্রথম আবাসিক হল অগ্নিবীণা হলে প্রভোস্টের দায়িত্ব পেয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মুশফিকুর রহমান (হীরক মুশফিক)। 

এছাড়াও ছাত্রীদের দোলনচাঁপা হলে প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লায়লী আক্তার এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইন্দ্রাণী মন্ডল। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যোগদানের তারিখ থেকে কার্যকর হওয়ার শর্তে নতুন ৩ জন প্রভোস্ট দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রচলিত বিধি মোতাবেক এ পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।


সর্বশেষ সংবাদ