ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির শাশুড়ি আর নেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদের শাশুড়ি মোসাম্মৎ খাদিজা বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে রবিবার (৮ এপ্রিল) বিকাল ৬টা ৫০ মিনিটের দিকে নিজ গ্রাম পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সেহাঙ্গলে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ও শুভানুধ্যায়ী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি), ট্রেজারার, রেজিস্ট্রার ও সকল বিভাগীয় প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ।
মরহুমার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।