মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

আজ সোমবার (৪ মার্চ) চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে হামিদচর এলাকায় ১০৬ দশমিক ৬ একর জমিতে এই স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্থায়ী ক্যাম্পাসে নারিকেল গাছের চারা রোপণ করেন।

গত ডিসেম্বর থেকে জানুয়ারি মাসব্যাপী স্থায়ী ক্যাম্পাসের জন্য বাউন্ডারি ওয়াল, একটি ছয় তলা অ্যাকাডেমিক ভবন, একটি ছয় তলা প্রশাসনিক ভবন, একটি ছয় তলা ছাত্রী হল, একটি ছয় তলা ছাত্র হল, একটি চার তলা রেস্ট হাউজ ও চেকপোস্ট নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়।

স্থাপনা নির্মাণের টেন্ডার থেকে জানা যায় ২০২৫ সালের অক্টোবর মাস নাগাদ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে স্থানান্তরিত হবে এ বিষয়ে কিছু জানা যায়নি।


সর্বশেষ সংবাদ