সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ইবি শিক্ষার্থী মুসা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসা হাশেমী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসা হাশেমী  © সংগৃহীত

টানা ছয় ঘন্টা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী। তিনি প্রথমবারের মতো জয় করছেন বাংলা চ্যানেল। 

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এ বছরের বাংলা চ্যানেল সাঁতার। বঙ্গোপাসাগরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ বাংলা চ্যানেল নামে পরিচিত। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ আয়োজিত এই আসরে দেশ-বিদেশের দুইজন নারীসহ মোট ৪৩ জন সাঁতারু অংশ নেয়। 

বৃহস্পতিবার সকাল ৯ টায় শুরু হয়ে প্রায় সাড়ে ৬ ঘন্টা (বিকাল ৩ টা ২৭ মিনিট) সাঁতরে তিনি গন্তব্যে পৌঁছান। মুসা হাশেমী আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশন, হক ‘ল’ একাডেমি, ইবির লালন শাহ হল এবং তা’দিলুল উম্মাহ একাডেমির স্পন্সরে এই প্রতিযোগিতায় অংশ নেন তিনি। 

মুসা হাশেমী বলেন, খুলনা হাত ম্যারাথন শেষ করার পরে অ্যাডভেঞ্চার প্রিয় মন ভাবতে থাকে এরপর কি ধরনের অ্যাডভেঞ্চার করা যায়। তারপর হঠাৎ বাংলা চ্যানেলের বিষয়টি সামনে আসায় এটার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য কাজ শুরু করি। 

যাত্রা শুরুর সময়ের অনুভূতি জানিয়ে তিনি বলেন, প্রথমদিকে ভাবছিলাম অচেনা একটি পরিবেশে রাত্রে ১৬ কিলোমিটার পাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব হবে কিনা। কিন্তু পরবর্তীতে কিছুটা যাওয়ার পর অভ্যস্ত হয়ে গেলাম। যখন আমি মাঝ সমুদ্রে তখন হঠাৎ একটা জেলিফিশ গায়ে স্পর্শ হওয়াতে জ্বলতে শুরু করে। ভোটে থাকা মেডিসিন নিয়ে মেডিসিন নিয়ে কিছুটা উপশম হয়।

তিনি আরও বলেন, আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি। যে অনুভূতি নিজের মধ্যে তৈরি হয়েছে সেটা বলে বুঝানো অসম্ভব। বিশ্ববিদ্যালয় থেকে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence