নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রপ্রদর্শনী
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ০১:১২ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০১:১২ PM
প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একক চিত্রকর্ম প্রদর্শনী। চারুকলা বিভাগের স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান রুমির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে শিল্পী আব্দুর রহমান রুমির প্রায় ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) চিত্রপ্রদর্শনীর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে রবিবার একক চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
একক প্রদর্শনীর ব্যাপারে রুমি বলেন, এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার চিত্রকর্ম এঁকেছি। ইচ্ছে ছিলো স্নাতক পর্যায়ের কাজগুলো একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার। সে চিন্তা থেকেই এই আয়োজন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, সবাই এককভাবে প্রদর্শনীর সাহস করতে পারে না। রুমির আজকের এই পর্যায়ে আসার পথটা ততটা মসৃণ ছিলো না। পারিবারিক বাঁধা, সামাজিক বাঁধা পেরিয়ে সে আজ এই পর্যায়ে আসতে পেরেছে, এটা সত্যিই গর্বের বিষয়।